আন্তর্জাতিক

নতুন শীর্ষ কমান্ডার নিয়োগ দিলো ক্রেমলিন

ইউক্রেনে চলমান সামরিক অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর বর্তমান চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু তাকে কমান্ডার হিসেবে নিয়োগ দেন।

Advertisement

বুধবার (১১ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন>> বাড়ছে যুদ্ধের তীব্রতা, রুশ বাহিনীর দখলে সোলেডার শহর

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের অক্টোবর থেকে জেনারেল সের্গেই সুরোভিকিন ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Advertisement

সম্প্রতি তার বিরুদ্ধে কেন্দ্রীয় কমান্ডের নির্দেশ অমান্য করে ইউক্রেনের বেশ কয়েকটি স্থানে অমানবিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ওঠে। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা হওয়ায় তাকে শীর্ষ কমান্ডারের পদ থেকে বাদ দেওয়া হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়, এখন থেকে সুরোভিকিন জেনারেল গেরাসিমভের অধীনে রুশ বাহিনীর ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন>> পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা প্রত্যাখ্যান জেলেনস্কির

এ সংক্রান্ত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বর্তমানে রুশ সেনাবাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর ‘শীর্ষ কমান্ডার’।

Advertisement

‘বিভিন্ন সেনাদলের মধ্যে সমন্বয়, যুদ্ধকৌশল নির্ধারণ ও রুশ সেনাদের প্রাণহানি হ্রাসে কার্যকরী নেতৃত্বের প্রয়োজন ছিল। আমাদের বিশ্বাস, নতুন কমান্ডার তার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করবেন।’

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে গত বছর ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত ঘিরে অস্থিরতা দেখা দেওয়া অস্থিরতা পরে রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয়।

আরও পড়ুন>> রাশিয়াকে অবহেলা করা হবে বিপজ্জনক: ন্যাটো

এখন পর্যন্ত এ যুদ্ধে দুই দেশের সামরিক কর্মকর্তাসহ কয়েক হাজার সেনা নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সামরিক-বেসামরিক স্থাপনা। এমনকি, যুদ্ধের ফলে হুমকিতে পড়েছে বিশ্ব অর্থনীতি।

সূত্র: রয়টার্স

এসএএইচ/