গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. মানিক মিয়া (৭৫) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারা গেছেন।
Advertisement
বুধবার (১১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী ইসমাইল হোসেন বলেন, নিহত মানিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। আজ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
Advertisement
তিনি বলেন, মানিক মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বড় ভাঙ্গা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। মানিক মিয়া কোন মামলার আসামি ছিলেন তা এখন বলতে পারবো না। পরে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: অভিযানের খবরে বহুতল স্পা সেন্টার থেকে লাফ তরুণীর, ঢামেকে মৃত্যু
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে হাসপাতালে নিয়ে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কাজী আল-আমিন/আরএডি/এএসএম
Advertisement