অর্থনীতি

বাণিজ্যমেলায় বেড়েছে দর্শনার্থী, শিশুদের আগ্রহ ওয়াটার বল খেলায়

চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় প্রথম কয়েকদিন দর্শনার্থীদের তেমন ভিড় লক্ষ্য করা না গেলেও গত দুদিন ধরে ক্রেতা-দর্শনার্থী বেড়েছে। এখানে শুধু কেনাকাটা আর ঘোরাঘুরিই নয়, চিত্তবিনোদনের জন্যও রয়েছে নানা আয়োজন। এর মধ্যে অন্যতম মিনি পার্ক। শিশুদের জন্য নানা ধরনের খেলার সামগ্রী দিয়ে সাজানো হয়েছে এটি। তবে মিনি পার্কে শিশুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ওয়াটার বল। ২০০ টাকার টিকিটে ১০ মিনিট ওয়াটার বল খেলার সুযোগ পাচ্ছে শিশুরা।

Advertisement

বুধবার (১১ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সরেজমিনে এমন চিত্র লক্ষ্য করা যায়।

মিনি পার্কের সামনে গিয়ে দেখা যায়, ওয়াটার বলের কাউন্টারের সামনে শিশুদের নিয়ে অভিভাবকরা অপেক্ষা করছেন। শিশুরা বেশ আনন্দও পাচ্ছে ওয়াটার বল খেলে। এ কারণে অনেক শিশুকে একাধিকবার খেলতে দেখা গেছে।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় কোট-ব্লেজারে অফারের ছড়াছড়ি, নেই ক্রেতার চাপ

Advertisement

পাঁচ বছর বয়সী সাফোয়ানকে নিয়ে মেলায় এসেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের আজিজুল হক। জাগো নিউজকে তিনি জানান, অনেক বছর ধরে বাণিজ্যমেলায় আসা হয় না। এবারও ছেলেকে নিয়ে আসলাম। মিনি পার্কের সামনে আসতেই আমার ছেলে ওয়াটার বল খেলার বায়না ধরে। এ কারণে খেলার টিকিট সংগ্রহের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছি।

নওশীন নামের এক শিশু জানায়, আব্বু-আম্মুর সঙ্গে এখানে এসেছি। এই খেলাটি আমি টেলিভিশনে দেখেছি। তখন থেকেই খুব ইচ্ছা ওয়াটার বল খেলবো। আজ একবার খেলেছি, আরেকবার খেলার ইচ্ছা আছে।

দুই মেয়েকে নিয়ে মেলায় এসেছেন সাবরিনা আক্তার। জাগো নিউজকে সাবরিনা জানান, মেলায় আসার আগে থেকেই মেয়েরা এই খেলা খেলবে বলে খুব কান্নাকাটি করছে। তাই মেলায় প্রবেশ করে প্রথমেই এখানে চলে আসলাম।

আরও পড়ুন: বাণিজ্যমেলার অন্যতম আকর্ষণ রুটি মেকার

Advertisement

ওয়াটার বল খেলার দায়িত্বে থাকা এনামুল হক জানান, এই খেলাটা সচারাচর সব জায়গায় থাকে না। তাই এর প্রতি শিশুরা খুব আগ্রহ দেখাচ্ছে। মেলার প্রথমদিকে দর্শনার্থীদের তেমন চাপ না থাকলেও ওয়াটর বল খেলতে অনেকেই তাদের ছেলে-মেয়েদের নিয়ে এখানে হাজির হন।

তিনি আরও জানান, ওয়াটার বলের প্রতি টিকিটের মূল্য ২০০ টাকা। এক টিকিটে একটি শিশু সর্বোচ্চ ১০ মিনিট এখানে খেলতে পারবে। প্রতিদিনই সন্ধ্যার দিকে শিশুদের চাপ তুলনামূলক বেশি থাকে বলেও জানান এনামুল।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় সাড়া ফেলছে প্রাণ-এর কোরিয়ান স্পাইসি নুডলস

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় ১৯৯৫ সাল থেকে যৌথ উদ্যোগে মেলার আয়োজন করছে। ২০২০ সাল পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত হতো এ মেলা। এরপর ২০২১ সালের জানুয়ারিতে পূর্বাচলে মেলা আয়োজনের প্রস্তুতি শুরু হলেও কোভিড-১৯ মহামারির কারণে তা আর মাঠে গড়ায়নি। পরে ২০২২ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় বাণিজ্যমেলা।

রাশেদুল ইসলাম রাজু/কেএসআর/জিকেএস