দেশজুড়ে

দুবাই থেকে ফেরার ১৫ দিন পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

ফেনীর সোনাগাজী উপজেলায় শেখ ফারুক (৫০) নামের চেক ডিজঅনার মামলায় পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। ফারুক সোনাগাজী পৌরসভার চর গণেশ এলাকার শেখ জামশেদ আলমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালে শেখ ফারুকের বিরুদ্ধে তিন লাখ টাকা আত্মসাৎ ও চেক প্রতারণার অভিযোগে ফেনীর আদালতে মামলা হয়। ওই মামলায় গ্রেফতারের পর জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘ শুনানি শেষে গত বছরের ডিসেম্বরে আদালত শেখ ফারুকের পাঁচ মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দেন।

ফেনীর আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পর শেখ ফারুকের খোঁজে মাঠে নামে পুলিশ। কিন্তু তিনি বিদেশ থাকায় তার সন্ধান মিলছিল না। ১৫ দিন আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন। খবর পেয়ে পুলিশ ছদ্মবেশে তার গ্রামের বাড়ি ও সম্ভাব্য স্থানে গিয়ে খোঁজ নেন। অবশেষে মঙ্গলবার পৌরসভার চর গণেশ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দাইয়ান জাগো নিউজকে বলেন, দুপুরে আদালতের মাধ্যমে ফারুককে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস