রাজনীতি

আরামবাগে গণঅবস্থানে গণফোরাম

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করছে গণফোরাম। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আরামবাগে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে দলটি। এ কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত।

Advertisement

গণঅবস্থান কর্মসূচিতে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। কিন্তু পাকিস্তানিরা ক্ষমতা ছাড়েনি, ক্ষমতা দেয়নি বাঙালিদের। পরে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, ছিনিয়ে এনেছি আমাদের অধিকার। কিন্তু দীর্ঘ সময় পর আবারও দেশে পাকিস্তানি সময় চলে এসেছে। জনগণের অধিকারকে মূল্যায়ন করা হয় না, কথা বলার স্বাধীনতা নেই।

তারা বলেন, আবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। দেশে মধ্যরাতের নির্বাচন আর হতে দেওয়া হবে না। গণফোরাম জনগণের অধিকার আদায় করবে।

Advertisement

এদিকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজ দেশের ১০টি সাংগঠনিক বিভাগীয় শহরে এ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এরমধ্যে ঢাকাসহ আট বিভাগীয় শহর রয়েছে। এছাড়া কুমিল্লা ও ফরিদপুরেও এ কর্মসূচি হবে। বেলা ১১টায় শুরু হয়ে কর্মসূচি চলবে বিকেল তিনটা পর্যন্ত। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচির নেতৃত্বে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন জ্যেষ্ঠ নেতা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত করা। খালেদা জিয়াসহ বিরোধীদলীয় সব নেতাকর্মী, সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সীমারেখা নির্ধারণ করা। নির্বাহী আইন ও বিচার বিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা বিধান করতে হবে। একই ব্যক্তি দলীয় প্রধান এবং রাষ্ট্রের প্রধান বা নির্বাহী প্রধান হতে পারবে না ইত্যাদি।

ইএআর/এমকেআর/এমএস

Advertisement