মাশরাফিদের সাফল্যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা আকাশছোঁয়া। তারা মনেই করেন, যেকোনো সময় দুর্দান্ত সাফল্য এনে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। সে প্রত্যাশা সঙ্গী করেই বুধবার ভারতের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতো সাবেক ক্রিকেটারদেরও প্রত্যাশা এবারের এশিয়া কাপে প্রত্যাশা পূরণ করতে পারবেন মাশরাফিরা।বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা রকিবুল হাসান মনে করছেন, ভারতের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ। যদিও এটা টি-টোয়েন্টি ফরম্যাট। এখানে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। তবুও, নিজেদের সেরাটা খেলতে পারলে বাংলাদেশই জিততে পারবে বলে মনে করেন তিনি।কেমন করবে বাংলাদেশ? এ প্রশ্নের জবাবে রকিবুল হাসান জাগো নিউজকে বলেন, ‘গত এক বছর বাংলাদেশ তো ভালো ক্রিকেট খেলছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তারা এখনও সেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করছে না, যতটুকু ওয়ানডে ক্রিকেটে করছে। তেবে গত বেশ কয়েকমাস থেকে তারা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেললো, বিপিএল খেললো- সুতরাং টি-টোয়েন্টিতে তাদের সেই অভিজ্ঞতা হয়ে গেছে। টি-টোয়েন্টি একটা পাওয়ার গেম। যেহেতু ম্যাচটা ২০ ওভারের। সুতরাং, এটা উন্মুক্ত একটি খেলা। সুতরাং, ওইদিনে কী হবে সেটা বলা মুশকিল। কারণ সীমিত ওভারের খেলায় সব সময়ই খুব অনিশ্চিত হয়। দেখা যায়, যাকে ফেভারিট ভাবা হয়, সেদিন সে আর ফেভারিট থাকলো না। সুতরাং, এই ম্যাচে আমি আশা করি বাংলাদেশ ভালোই করবে।’মুস্তাফিজ কি কোনো ফ্যাক্টর হতে পারে? এর জবাবে রকিবুল হাসান বলেন, ‘মুস্তাফিজ তো অত্যন্ত আন্তর্জাতিক মানের একজন বোলার। তারা (ভারত) তো তাকে সমীহ করে খেলতে হবে। তারা তাকে জানে, তাকে খেলেছে, মুস্তাফিজ একটা বড় অস্ত্র আমাদের। তার সঙ্গে মাশরাফি খুব নিখুঁত বোলিং করে। অধিনায়কত্ব তার ভালো। আমাদের মিডল অর্ডার শক্তিশালী। টপ অর্ডারেও আমাদের মারকুটে ব্যাটসম্যান রয়েছে। যেকোনো কিছু হতে পারে। তবে আমি মনে করি প্রথম ৬ ওভারটা খুব ফ্যাক্টর হবে। পাওয়ার প্লেতে তখন, ওই সময় ভালো ব্যাটিং করতে হবে। এরপর ডেথ ওভার, অর্থাৎ শেষ তিন-চার ওভারে যারা ভালো বোলিং করতে পারবে, তারাই এগিয়ে যায়।’মাশরাফির অধিনায়কত্ব কি কোনো পার্থক্য গড়তে পারে কি-না? রকিবুল হাসান বলেন, ‘মাশরাফির সময়োপযোগী সিদ্ধান্ত নেয়া, সামনে থেকে নেতৃত্ব দেয়া এগুলোতে অনেক এগিয়ে থাকে। আমি মনেকরি এগুলো খেলায় পার্থক্য গড়ে দিতে পারে।’গত জুনে ভারতকে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজ জয় কি এবার কোনো কাজে দেবে? রকিবুল হাসান মনে করেন, পেশাদার ক্রিকেটারদের ক্ষেত্রে এসব ইতিহাস কোনো কাজে দেয় না।তিনি বলেন, ‘ওটা তো ইতিহাস। খেলোয়াড়দের আমরা যতটুকু দেখি, ভাবি- তারা অ্যামেচার নয়, পেশাদার। তারা জানে তাদের কাজটা কী। আগের ওসব তো অতীত হয়ে গেছে। এগুলো এখন আর কোনো কাজে আসবে না। তবে এটাও ঠিক, যে দলের বিপক্ষে খেলা হয়, তাদের বিপক্ষে যদি আগে জয় থাকে তাহলে সেই জয়ে আস্থাটা ভালো কাজ দেয়। তখন ম্যাচ জেতার ক্ষমতা বেড়ে যায়।’আইএইচএস/বিএ
Advertisement