জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৩১ জানুয়ারি।
Advertisement
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক আবদুল্লাহ হেল কাফী।
তিনি বলেন, আমাদের ঘোষণা ছিল নবীন শিক্ষার্থীদের নতুন হলে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে। হলগুলো এখনো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আমাদের কিছুটা বিলম্ব হচ্ছে। এই শীতে নবীন শিক্ষার্থীদেরকে যাতে দুর্ভোগে পড়তে না হয় সে বিষয়টি মাথা রেখে তাদের ক্লাস পূর্বনির্ধারিত ১৫ জানুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৩১ জানুয়ারির আগেই নবনির্মিত দুইটি হল উদ্বোধন করা হবে। হল বরাদ্দের তালিকা ক্লাস শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে।
Advertisement
গত বছরের ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত জাবির স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাহবুব সরদার/এফএ/এএসএম