জাতীয়

ভুয়া পুলিশ-সাংবাদিক পরিচয়ে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা

রাজধানীতে বিভিন্ন সময় পুলিশ সদস্য, বিশেষ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সিরাজুল ইসলাম (৫৮) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-১।

Advertisement

সোমবার (৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, পুলিশ, বিশেষ বাহিনীর ও সাংবাদিক পরিচয়ের চারটি আইডি কার্ড ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল-মোমেন।

Advertisement

আরও পড়ুন: আইইএলটিএসের স্কোর বাড়ানোর ফাঁদ পেতে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা

তিনি বলেন, সোমবার দিনগত রাতে র্যাব-১ এর একটি দল ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোড আইইউবিএটি ইউনিভার্সিটির গেট সংলগ্ন ধউরগামী রোডের পশ্চিম পাশে অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, কখনো ভুয়া পুলিশ, কখনো বিশেষ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে তিনি প্রতারণা করে আসছিলেন। এভাবে মানুষের সরলতার সুযোগ নিয়ে লাখ লাখ টাকা হাতিয়েও নেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটি স্বীকারও করেছেন তিনি।

র্যাব জানায়, গ্রেফতার সিরাজুলের ফোনকলের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরেও কল করে প্রতারণার চেষ্টা করেন তিনি।

Advertisement

গ্রেফতারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লে. কর্নেল আব্দুল্লাহ আল-মোমেন।

আরএসএম/এমকেআর/এমএস