ইউজিসি ফেলোশিপে পিএইচডি ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম।
Advertisement
সম্প্রতি ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন (রিসাপা) বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, ইউজিসি পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম ২০২১-২২ এর আওতায় গবেষণাকর্ম সম্পাদনের জন্য দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ জন গবেষককে এ ফেলোশিপ দেওয়া হয়। এ ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম।
আরও পড়ুন: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাবিপ্রবির ৫৭ জন
Advertisement
আরও জানা যায়, মনোনীত শিক্ষকদের ১৫ জানুয়ারির মধ্যে এ ফেলোশিপে যোগ দিতে হবে। অন্যথায় ফেলোশিপ বাতিল বলে গণ্য করা হবে। গবেষককে অবশ্যই পূর্ণকালীন গবেষক হিসেবে গবেষণাকর্ম সম্পাদন করতে হবে।
ফেলোশিপের বিষয়ে মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ছোট বড় যেকোনো প্রাপ্তিই আনন্দের। আর ইউজিসির দেওয়া এ ফেলোশিপে মনোনয়ন অবশ্যই আনন্দের। এবছর শাবিপ্রবি থেকে ইউজিসি ফেলোশিপের জন্য আমাকে মনোনীত করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিক হাসানের তত্ত্বাবধানে এরই মধ্যে ‘ডিসেমিনেশন অব ইউনিয়ন ডিজিটাল সার্ভিসেস: এফেক্টস অন উইমেন ইন হাওর রিজিওনস’ এ বিষয়ে গবেষণা কাজ শুরু করেছি। ছুটিতে থাকাকালীন ইউজিসির পূর্ণকালীন গবেষক হিসেবে কাজ করতে চাই।
আরও পড়ুন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি
Advertisement
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, ইউজিসির ফেলোশিপে মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আশাকরি, সুষ্ঠুভাবে গবেষণা কাজ সম্পাদন করে আবার কর্মক্ষেত্রে ফিরে আসবেন। পাশাপাশি এ ধরনের ফেলোশিপে সুযোগ পেতে অন্যান্য শিক্ষকদেরও আহ্বান জানাই। গবেষণা কাজে মনোনিবেশ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সহযোগিতা করার চেষ্টা করবে।
নাঈম আহমদ শুভ/জেএস/এএসএম