একুশে বইমেলা

মুহাম্মদ সেলিম রেজার প্রথম কাব্যগ্রন্থ

অমর একুশে বইমেলায় প্রকাশ হচ্ছে মুহাম্মদ সেলিম রেজার প্রথম কাব্যগ্রন্থ ‘ফিরে এসো’। বইটি প্রকাশ করতে যাচ্ছে রয়েল পাবলিকেশন।

Advertisement

বইটির প্রচ্ছদ করেছেন রওশন আরা তাবাসসুম। বইটির বিক্রিত মূল্য ১৭০ টাকা। বইটি পাওয়া যাবে বইমেলা এবং রকমারি ডটকমে। এ ছাড়াও প্রকাশক-কবির কাছ থেকে সংগ্রহ করা যাবে।

মুহাম্মদ সেলিম রেজার জন্ম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা গ্রামে। তিনি মরহুম রেফাজ উদ্দিন মাস্টার ও মরহুমা নূরজাহান বেগমের ছেলে। ব্যক্তিজীবনে তিনি এক সন্তানের বাবা।

কাব্যগ্রন্থটি সম্পর্কে মুহাম্মদ সেলিম রেজা বলেন, ‘কাব্যগ্রন্থটি মূলত তাদের উদ্দেশ্যেই লেখা, যারা চান মানুষ সত্য ও ন্যায়ের পথে থাকুক। যারা স্রষ্টার দেওয়া সরল পথ ছেড়ে ভুল পথে চলে গেছে, তারা সেই সরল পথে ফিরে আসুক।’

Advertisement

মো. নাসিম উদ্দিন/এসইউ/জেআইএম