অর্থনীতি

ক্রেতা-দর্শনার্থীদের চাপ নেই বাণিজ্যমেলায়

চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। গত ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন। মেলার শুরুতে অনেক স্টল অপ্রস্তুত থাকলেও এখন পুরোদমে সব স্টল চালু রয়েছে। তবে ক্রেতা-দর্শনার্থীদের তেমন ভিড় দেখা যায়নি। এতে ব্যবসায়ীদের মধ্যে এক প্রকার হতাশা কাজ করছে। তবে তাদের প্রত্যাশা সাত-আটদিন পর জমে উঠবে বাণিজ্যমেলা।

Advertisement

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

আহসানুল হাবিব নামে জেবিসিও টেলিভিশন ব্র্যান্ডের কর্মকর্তা বলেন, মেলা উপলক্ষে আমাদের প্রত্যেকটি পণ্যে ২০ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছি। তবে এ অফারের পর গত শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে ক্রেতাদের তেমন সাড়া পাইনি। আশা করি, কিছুদিন পর বেচাকেনা বাড়বে।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় ঘোরাঘুরির ফাঁকে টিকটক-সেলফির হিড়িক

Advertisement

আরও পড়ুন: বাণিজ্যমেলায় শীতের প্রভাব, ছুটির দিনেও ক্রেতা-দর্শনার্থী কম

জেসিকা ফেব্রিক্সের কর্ণধার জেসিকা আক্তার জানান, তারা এবার বাহারি ডিজাইনের কোট, ব্লেজার নিয়ে মেলায় হাজির হয়েছে। তবে এখন পর্যন্ত তারা আশানুরূপ পণ্য বিক্রি করতে পারেনি।

কাশ্মীরি শালের দোকানের মালিক জাফর আহমেদ বলেন, গতবারের তুলনায় এবার বেশি রঙের শাল ও চাদর এনেছি। কিন্তু ক্রেতাদের তেমন চাপ নেই। কিছু ক্রেতা তাদের পছন্দমতো শাল, চাদর কিনে নিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: সন্ধ্যা নামতেই বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ঢল

Advertisement

এবার মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে। এবার মেলার প্রবেশমূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মেলার টিকিট কেনা যাবে।

রাশেদুল ইসলাম রাজু/আরএডি/এএসএম