গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালুর পর পর ৮ জানুয়ারি পর্যন্ত ১০ দিনে মেট্রোরেল থেকে ৮৮ লাখ টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। এছাড়া এ পর্যন্ত ৯০ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে বলেও জানান তিনি।
Advertisement
সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য বলেন।
আরও পড়ুন>> মেট্রোরেলে ভ্রমণ যেন স্বপ্নপূরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের চলাচল উদ্বোধন করেন। পরদিন ২৯ ডিসেম্বর গণমানুষের জন্য উন্মুক্ত হয় মেট্রোরেল।
Advertisement
উদ্বোধনের পর সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াত করা যাবে।
আরও পড়ুন>> মেট্রোরেলে নেই ভিড়, শাটল বাসে স্বস্তি
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি জানিয়েছে, শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল।
আরও পড়ুন>> মেট্রোরেল স্টেশনে মিলবে এমআরটি পাস কার্ড
Advertisement
এমওএস/ইএ/এএসএম