সাহিত্য

সর্ষে ক্ষেতের ইশারা

কিউকেনহফ-হলস্ট্যাট নয়,এসো সরিষা ক্ষেতের আলে;যেথায় হলদে রোদ ঝলমলায়চকে দীপ্তির ঢেউ খেলে!

Advertisement

বঙ্গ ললনা, শীতে অনন্যা,হলুদ বিস্তৃত প্রান্তর!সবুজ পাড়ে হলুদ শাড়িসরিষা ক্ষেত কাটে অন্তর!

ফুলে ফুলে ঢেউ খেলেবাতাস চুমোয় নেচে!সুনীল আকাশ ঝুঁকে সকাশমিতালি পাতায় যেচে!

সবুজে হলুদ, আকাশে নীলে চাক্ষুষ রূপকথা উদ্ভাসে!রূপচ্ছটায় চোখ ধাঁধায়জগলুর প্রিয় বাংলাদেশে!

Advertisement

ফুলে ফুলে ওড়ে প্রজাপতিমৌমাছি গুনগুনায়!এমন দৃশ্যে বিশ্ব বিস্মেলেখা আছে কবিতায়।

সর্ষে ফুলের শৈল্পিক নৃত্যেচকে চকে পড়ে সাড়া!নানা মানুষ ছবি তোলেনির্মল আনন্দে আত্মহারা!

প্রকৃতি নারী হলদে পরিশীতের বাংলাদেশে!সর্ষে ফুলের গুনকীর্তনে মাতেপর্যটক নির্বিশেষে!

ক্ষেতের আলে দাঁড়িয়ে কৃষক সোনালি স্বপ্ন বোনে!মন প্রজাপতি ডানা মেলেখুশির সুনীল গগনে!

Advertisement

এসইউ/জিকেএস