খেলাধুলা

মুস্তাফিজকে ঘিরেই ভারত বধের পরিকল্পনা

প্রায় আট মাস পর আবারও ভারতের মুখোমুখি বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশ সফরে টেস্ট এবং ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হলেও, এবার দু’দল মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টিতে। সেবার ওয়ানডে সিরিজে মুস্তাফিজকে দিয়ে ভারতকে নাকানি-চুবানি খাইয়েছিল বাংলাদেশ। এবার এশিয়াকাপের মঞ্চেও মুস্তাফিজকে ঘিরেই তৈরি হচ্ছে বাংলাদেশের ভারত বধের পরিকল্পনা। মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘মুস্তাফিজ আমাদের মূল বোলার। ও যে কোন সময় ম্যাচ বদলে দিতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে ওদের (ভারত) ব্যাটিং অর্ডার খুবই শক্তিশালি। আমি সব সময়ই বলে থাকি, মুস্তাফিজ যেটা পারবে সেটা অন্য কারো পারা কঠিন। তবে বোলিংয়ে আমরা যারা সাপোর্টিং রোলে আছি, তাদেরকে ওকে সাহায্য করতে হবে।’তবে আগেরবার অখ্যাত মুস্তাফিজকে ঠিকমত বুঝতে না পারলেও এবার ভারত তার জন্য আলাদা প্রস্তুতি নিয়েই এসেছে। তাই এবার তিনি উল্টো চাপে থাকবেন বলে মনে করছেন অনেকেই; কিন্তু বাংলাদেশ দলের দলপতি মাশরাফি তা উড়িয়ে দেন। সে আলোচনা-সমালোচনা নিয়ে মোটেও মাথা ঘামায় না বলেও জানান টিম বাংলাদেশের অধিনায়ক। ওসব না ভেবে মুস্তাফিজের বোলিংয়ে কিভাবে ফিল্ডিং সাজাবেন তা নিয়েই পরিকল্পনা করছেন বলে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজের ফিল্ড প্লেসমেন্ট নিয়ে অনেক আগে থেকেই ডিল করছি। এটা আমাদের জন্যে নতুন কোনো চ্যালেঞ্জ নয়। আর মুস্তাফিজকে নিয়ে সবাই যেটা চিন্তা করছে, সে সম্পূর্ণ তার বিপরীত। ও চিন্তার পুরো বাইরে। অনেক সময় দেখা যায় অনেকেই বাইরে আলোচনা করলে ওগুলো নিয়ে মাথা ঘামায়, চিন্তা করে। মুস্তাফিজ সম্পূর্ণ উল্টো। ক্রিকেট মাঠে বোলিং করে, ম্যাচটি খেলে এর ছাড়া ক্রিকেট নিয়ে ওর কোনো কথা নেই। খেয়ালও করে না যে ওকে নিয়ে কোনো কথা হচ্ছে কি, হচ্ছে না।’ আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement