‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে শুরুতেই বাজিমাত করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এবার তার পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’। ফেব্রুয়ারিতে মুক্তি দেয়ার পরিকল্পনা কথা জানানা জাগো নিউজকে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
Advertisement
শনিবার (০৭ জানুয়ারি) রাতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী ছিল ঢাকা লিট ফেস্টে। সেখানে অমিতাভ রেজা বলেন, ‘সিনেমাটির বাংলা ভার্সন প্রদর্শিত হচ্ছে। আশা করছি আগামী মাসে (ফেব্রুয়ারি) সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পাওয়া যাবে।’
ঢাকা লিট ফেস্টে শনিবার রাতে ‘রিকশা গার্ল’ সিনেমার বিশেষ প্রদর্শনী উপলক্ষে পরিচালক ও অন্য কলাকুশলীরা। ছবি: জাগো নিউজ
প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে ইউনিটের সবাইকে পরিচয় করিয়ে দেন অমিতাভ রেজা। পরে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পরিচালক। সেশনটি পরিচালনা করেন সাদিয়া খালিদ ঋতী।
Advertisement
আরও পড়ুন: জার্মানিতে এসএলএম সর্বোচ্চ পদক জিতলো অমিতাভের ‘রিকশা গার্ল’
অমিতাভ রেজা বলেন, ‘সিনেমাটি মিতালি পারকিন্স-এর রিকশা গার্ল উপন্যাস অবলম্বনে নির্মিত। তবে উপন্যাসে রিকশা পেইন্টের বিষয়টি ছিল না। আমি এটা রাখতে চেয়েছি এবং রেখেছি।’
২০১৬ সালে সিনেমাটি নিয়ে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়। রিকশা গার্ল মূলত কিশোর-কিশোরীদের (বয়সসীমা ১০ বছর ও তদূর্ধ্ব) বলে জানান তিনি।
ঢাকা লিট ফেস্টে প্রশ্নোত্তর পর্বে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী । ছবি: জাগো নিউজ
Advertisement
অমিতাভ জানান, তিনি চেষ্টা করেছেন সিনেমায় কালারকে প্রাধান্য দিতে। সেভাবেই এর লাইট ও কস্টিউম ডিজাইন করা হয়েছে।
এমআই/এমএমএফ/জেআইএম