বাংলাদেশ সফররত চার ব্রিটিশ সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নগর ভবনে দেওয়া সংবর্ধনায় বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মেয়ে রোশনারা আলীসহ ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্য উপস্থিত ছিলেন।
Advertisement
এ সময় উভয় দেশের জনপ্রতিনিধিরা যুক্তরাজ্য-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘকরণে আলোচনা করেন। দু দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত লেবারপার্টি নেতা ব্রিটিশ সংসদ সদস্য রোশনারা আলী, টম হান্ট, জনাথন রেনল্ডস ও মোহাম্মদ ইয়াসিনকে সংবর্ধনা দেওয়া হয়।
সিটি কাউন্সিলরদের সঙ্গে নিয়ে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মেয়র আরিফুল হক চৌধুরী।
Advertisement
এ সময় আরও উপস্থিত ছিলেন- রোশনারা আলীর রাজনৈতিক সচিব এমি লেইমিং, ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের কর্মকর্তা রাহিন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর মো. আজম খান, কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, সংরক্ষিত নারী কাউন্সিলর নাজনীন আকতার কনা, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ অনেকে।
ছামির মাহমুদ/এসজে/এমএস