দেশজুড়ে

বাংলাদেশের পাশে জাপান আছে, থাকবে: তোমোহিদি ইচিগুচি

বাংলাদেশে নিযুক্ত জাইকা প্রধান মি. তোমোহিদি ইচিগুচি বলেছেন, জাইকা ও জাপান সরকার বাংলাদেশের পাশে আছে এবং সব সময় থাকবে। জাইকার সহযোগিতায় মেট্রোরেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল, কাঁচপুরসহ ১৩০টি বড় বড় সেতু নির্মাণ করেছে।

Advertisement

শনিবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাবুর দোলা ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন (২য় ফেজ) প্রকল্পের উপ প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

জাইকা প্রধান বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে আশপাশে ৪০৭ হেক্টর কৃষি জমির সেচ পাবে। একই সঙ্গে এলাকার মাছ চাষ বাড়ুতি সুযোগ সৃষ্টি হবে।

এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী এলজিইডি নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, প্রকল্পের প্রকল্প পরিচালক আবু সাঈদ মো. শাহিদুর রহমান প্রমুখ।

Advertisement

 এএইচ/জেআইএম