জাতীয়

টাকা ফেরত না দেওয়া এজেন্সিকে ২ লাখ টাকা জরিমানা

হজের নেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। কিন্তু হজ হয়নি। টাকা ফেরত দিতেও এখন করছেন নানা টালবাহানা। এমন প্রতারণার দায়ে একটি হজ এজেন্সিকে দুই লাখ টাকা জরিমানা করেছে সরকার।

Advertisement

সম্প্রতি এন জেড ফাউন্ডেশন অ্যান্ড হজ মিশনকে (হজ লাইসেন্স নম্বর-১৫০১) দুই লাখ টাকা জরিমানা করে প্রজ্ঞাপন জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এজেন্সির মালিক মো. নাসির উদ্দিন হজে পাঠানোর জন্য নাছিমা আক্তার নামের এক নারীর কাছ থেকে ২০২০ সালে ৯ লাখ টাকা নিয়েছিলেন। কারোনার কারণে হজ না হলেও এ টাকার মধ্যে সাড়ে তিন লাখ টাকা ফেরত দিয়েছেন। বাকি টাকা ফিরিয়ে দিচ্ছেন না।

প্রজ্ঞাপনে বলা হয়, নাছিমা আক্তার অভিযোগ করেছেন, ২০২০ সালে তিনি, তার মেয়ে এবং তার বড় ছেলেসহ তিনজনের মোট ১৫ লাখ টাকার বিপরীতে ৯ লাখ টাকা নাসির উদ্দিনকে অগ্রিম পরিশোধ করেন। পরবর্তীসময়ে ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে হজ অনুষ্ঠিত না হওয়ায় অর্থ ফেরত চাইলে এজেন্সি কিস্তিতে সাড়ে তিন লাখ টাকা ফেরত দিলেও অবশিষ্ট সাড়ে পাঁচ লাখ টাকা ফেরত দেয়নি।

Advertisement

অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে এজেন্সির মালিক লিখিত জবাব দেন। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির কমিটির শুনানিতে হাজির হয়েও স্বীকারোক্তি দিয়েছেন নাসির উদ্দিন।

তিনজন হজযাত্রীর কাছ থেকে টাকা নেওয়ার পর হজ পালন না করায় প্রাপ্য অর্থ ফেরত দিতে টালবাহানা করে অভিযোগ দায়ের করাতে বাধ্য করেন এবং তদন্ত কমিটি অভিযোগকারীর অভিযোগটি সত্য বলে নিশ্চিত হয়ে প্রতিবেদন দাখিল করেছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুযায়ী এন জেড ফাউন্ডেশন অ্যান্ড হজ মিশনকে দুই লাখ টাকা জরিমানা করা হলো। জরিমানাকৃত অর্থ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগে দাখিল করার অনুরোধ করা হয়। অন্যথায় এজেন্সির ইউজার আইডি ও পাসওয়ার্ড বন্ধ করে দেওয়া হবে।

আরএমএম/এএএইচ/জেআইএম

Advertisement