আসছে লেখক ও সাংবাদিক তুষার আবদুল্লাহর গণমাধ্যম বিষয়ক নতুন বই ‘গণমাধ্যমের রূপান্তরকাল’। অমর একুশে বইমেলা উপলক্ষে বইটি প্রকাশ করতে যাচ্ছে প্রকাশনা সংস্থা কিংবদন্তী পাবলিকেশন।
Advertisement
গুরুত্বপূর্ণ বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। বইটির বিক্রিত মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। রকমারি ডটকমে বইটির প্রি-অর্ডার চলছে।
তুষার আব্দুল্লাহ বর্তমানে ‘এখন টেলিভিশন’র এডিটোরিয়াল চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পত্রিকায় আট বছর কাটিয়ে টেলিভিশনে কাজ শুরু করেন ১৯৯৯ সালে।
একুশে টেলিভিশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতা শুরু। তারপর এটিএন বাংলা, আরটিভি, সিএসবি নিউজ, দেশ টেলিভিশন, যমুনা টেলিভিশন হয়ে সময় টেলিভিশনে কাজ করেছেন।
Advertisement
ছোটদের নিয়েই প্রথম বই ‘তোমাদের প্রিয়জন’। তারপর লিখেছেন- ‘বাংলাদেশের পথে পথে’, ‘গাছ বন্ধু’, ‘ফুল বন্ধু’, ‘চল যাই নদীর দেশে’, ‘ভূত অদ্ভুত’, ‘চল বড় হই’, ‘তোমরা সুন্দর হও’, ‘গল্প নয় সত্যি’, ‘টিভি রিপোর্টিং’ প্রভৃতি।
এ ছাড়া নাটক ও সিনেমার পাণ্ডুলিপি লিখছেন। পাশাপাশি নিয়মিত কলাম লেখেন বিভিন্ন পত্রিকায়।
এসইউ/এএসএম
Advertisement