দেশজুড়ে

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের যন্ত্রাংশ চুরির অভিযোগে মামলা

 

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের রেলট্র্যাকের যন্ত্রাংশ চুরির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (সিআরইসি) পক্ষে প্রকল্পের পাগলা শাখার আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা রাশেদুল ইসলাম বাদী হয়ে বুধবার (৫ জানুয়ারি) রাতে এ মামলা দায়ের করেন। শুক্রবার (৬ জানুয়ারি) বিষয়টি জানাজানি হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত রেলসংযোগ সেতুতে রেললাইনের কাজের জন্য বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল সংযুক্ত করা হয়। ২ জানুয়ারি সকালে সিআরইজির নিরাপত্তার লোকজন ওই এলাকা পরিদর্শন করে দেখেন, রেললাইনের সঙ্গে সংযুক্ত অনেক মালামাল নেই। যার মূল্য এক কোটি ৯০ লাখ ৯৮ হাজার টাকা।

আর এ চুরির ফলে সরকারের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার পাশাপাশি আর্থিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন বাদী। বাদীর ধারণা, ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে অজ্ঞাতনামা চোরের দল এগুলো চুরি করেছে।

Advertisement

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জাগো নিউজকে বলেন, প্রায় দুই কোটি টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগে গত পরশুদিন এ মামলাটি দায়ের করেছেন। আমরা যন্ত্রাংশগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এমএএইচ/