দেশজুড়ে

সুন্দরবনে ট্রলারডুবি, দুই জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবন এলাকায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে পক্কিদিয়া লাচি এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পাথরঘাটা দক্ষিণ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়েত আবরার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম বেপারির ছেলে ইউসুফ বেপারি (২৩) ও আমিন বেপারির ছেলে বায়জিদ (১৭)।

Advertisement

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতের খাবার খেয়ে চার দিনের বাজার সদাই নিয়ে ইউসুফ ও বায়জিদ বাড়ি থেকে সুন্দরবন এলাকায় বলেশ্বর নদীতে মাছ ধরার জন্য ছোট একটি ট্রলার নিয়ে রওনা হন। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে বায়জিদ ফোন করে তাড়াতাড়ি উদ্ধার করতে সাহায্য চান। এসময় তিনি বলেন, আমাদের ট্রলার ডুবে গেছে। আমরা দুজন একটি ককশিটের ওপর ভেসে আছি। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই ইউসুফের নানা আব্দুল লতিফসহ এলাকার লোকজন রাতেই উদ্ধারের জন্য বের হন।

পাথরঘাটা দক্ষিণ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়েত আবরার জানান, নিখোঁজের খবর জানার সঙ্গে সঙ্গে মোংলা, কচুখালী স্টেশনকে অবহিত করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ভ্যাসেল নিয়ে উদ্ধার চালাচ্ছেন।

কচুখালী কোস্টগার্ড স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে অর্ধডুবন্ত অবস্থায় ট্রলার, জাল, দড়ি ও ককশিট উদ্ধার করা হযয়েছে। কিন্তু নিখোঁজ ইউসুফ ও বায়জিদকে পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়া এবং কুয়াশার কারণে উদ্ধার অভিযান এখন বন্ধ থাকলেও শনিবার (৭ জানুয়ারি) সকাল থেকে আবার শুরু হবে।

এসআর/এএসএম

Advertisement