মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক শীর্ষ দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতাররা হলেন- উজ্জ্বল ওরফে উত্তম সাহা (৫৩) ও তার সাবেক স্ত্রী রত্না (৪৫)।
Advertisement
র্যাব জানায়, অভিযুক্তরা ২০১৭ সালে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার হন। এরপর এক বছর কারাভোগের পর জামিনে বের হন তারা। পরে এ মামলায় যাবজ্জীবন গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তারা ছদ্মবেশে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১৭ সালের ২৩ জুলাই মিরপুর থানায় উজ্জ্বল ও রত্নার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলাটি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলার বিচার শেষে আদালত আসামি উজ্জ্বল ও রত্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিদের গ্রেফতার করতে র্যাব-২ ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারি বাড়ায়।
Advertisement
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল রাজধানীর রামপুরা ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, ২০২০ সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। গ্রেফতার উজ্জ্বল ওরফে উত্তম সাহার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে বলেও জানান এএসপি ফজলুল হক।
টিটি/কেএসআর/জেআইএম
Advertisement