দেশজুড়ে

ইউএনও কার্যালয়ের সহকারীর বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় গ্রামপুলিশ (মহল্লাদার) সদস্যদের বেতনের টাকা থেকে উৎকোচ আদায়ের অভিযোগ পাওয়া গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সনদ সহকারী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামপুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

Advertisement

নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামপুলিশ সদস্য জানান, ২০২২ সালের ১৩ অক্টোবর উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৬ জন গ্রামপুলিশ নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর প্রথম দুই মাস ১০ দিনের বেতনের সাত হাজার ৫৪৮ টাকা বরাদ্দ পান তারা। বুধবার (৪ জানুয়ারি) বেতনের টাকা উত্তোলন করতে গেলে ইউএনও কার্যালয়ের সহকারী সিদ্দিকুর রহমান প্রত্যকের কাছ থেকে দেড় হাজার করে ২৪ হাজার টাকা উৎকোচ নেন। বিভিন্ন কাজের জন্য লোকজন গেলে তাদের কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

উৎকোচ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘গ্রামপুলিশ সদস্যদের প্রথম বেতন থেকে মন্ত্রণালয় ও ডিসি অফিসে মিষ্টি খাওয়ার জন্য ওই টাকা কেটে রাখা হয়েছে। পরে ইউএনও স্যারের নির্দেশে তাদের টাকা ফিরিয়ে দিয়েছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনাটি শোনার পরপরই গ্রামপুলিশ সদস্যদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে টাকা কেটে মিষ্টি খাওয়ার প্রশ্নেই ওঠে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/জেআইএম