চার কোণায় মাঝারি আকারের চারটি পরী। তাদের হাতে আবার প্রজাপতি। রাজকীয় এক ভাব। এটি আসলে একটি খাট। যার নাম ‘পরীর পালঙ্ক’। পুরো পালঙ্কে রয়েছে মোট ১৬টি পরী। এছাড়া চারটি চাঁদ, ফুল ও পাখির নকশা রয়েছে।
Advertisement
এমন একটি খাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এনেছে ফাতেমা এন্টারপ্রাইজ। এই খাটের দাম হাঁকা হচ্ছে এক কোটি টাকা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালে বাণিজ্যমেলায় ফাতেমা এন্টারপ্রাইজের স্টলে গেলে দেখা যায়, খাটে ম্যাট্রেস ও বালিশ দেওয়া রয়েছে। এর আশপাশে রাখা হয়েছে কৃত্রিম ফুল। খাটটি দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি বানাতে মজুরিসহ প্রায় ৫০ লাখ টাকার মতো খরচ হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে পাহাড়ের সেগুন কাঠ।
Advertisement
তিন বছর দুই মাস সময় লেগেছে খাটটি বানাতে। কাঞ্চন মিস্ত্রি একজন সহযোগীকে নিয়ে এটি বানিয়েছেন। খাগড়াছড়ি থেকে আনা ৮৫ ঘনফুট সেগুন কাঠ ব্যবহার হয়েছে এতে।
এখন পর্যন্ত কেউ খাটটি কেনার বা এমন খাট বানানোর কোনো অর্ডার করেননি। তবে অনেকেই এসে এটি দেখছেন, আর দরদাম করছেন।
কাল্পনিক ভাবনা থেকেই এই খাটের ডিজাইন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মালিক মো. নুরুন্নবী। তিনি বলেন, রাজা-বাদশাহরা পালঙ্ক ব্যবহার করতেন। সেই চিন্তা থেকেই সম্পূর্ণ সেগুন কাঠে এটি বানানো হয়।
তিনি আশা করছেন বাণিজ্যমেলায় খাটটি বিক্রি হবে।
Advertisement
এসএম/জেডএইচ/জিকেএস