গত বছর ফেসবুক, টুইটারসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা একযোগে বহু কর্মী ছাঁটাই করেছিল। সেই ধারা অব্যাহত থাকলো নতুন বছরেও। এবার ই-কমার্স জায়ান্ট অ্যামাজন নিজেদের ইতিহাসে বৃহত্তম গণছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। একসঙ্গে ১৮ হাজারের বেশি কর্মী কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।
Advertisement
অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জেসি গত বুধবার (৪ জানুয়ারি) বলেছেন, ‘আমরা জানি, ছাঁটাই হওয়া কর্মীদের জীবন কতটা কঠিন হয়ে যায়। আমরাও বিষয়টি হালকাভাবে নিচ্ছি না।’
করোনাকালে চাহিদা সামলাতে দ্রুত প্রচুর কর্মী নিয়োগ দিয়েছিল অ্যামাজন। কিন্তু সাম্প্রতিক সময়ে চাহিদা কমে যাওয়া এবং খরচ বেড়ে যাওয়ায় শ্রমশক্তি কমিয়ে ফেলতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে, গত নভেম্বরে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিল অ্যামাজন। প্রতিষ্ঠানটির সিইও বলেছেন, ‘ছাঁটাই হওয়া প্রত্যেক কর্মীকে আমরা প্যাকেজ দিচ্ছি। তারা সেপারেশন পেমেন্ট যেমন যাবেন, তেমনি স্বাস্থ্যবিমার সুযোগ যেন পান, সেটিও দেখা হবে। অন্য চাকরি পাওয়ার ক্ষেত্রেও তাদের সাহায্য করা হবে।’
Advertisement
জেসি জানিয়েছেন, আগামী ১৮ জানুয়ারি থেকে ছাঁটাই শুরু হবে। এর মধ্যে ইউরোপেও কিছু কর্মী ছাঁটাই হবে। তিনি জানিয়েছেন, তাদের এক সহযোগী খবরটি ফাঁস করে দেওয়ায় হঠাৎ করেই এই ঘোষণা দিতে বাধ্য হচ্ছেন।
জেসি বলেছেন, ‘অ্যামাজন অতীতেও অনিশ্চিত অর্থনীতির চ্যালেঞ্জ অতিক্রম করেছে। এবারও করবে।’
ব্লুমবার্গের তথ্যমতে, ছাঁটাই হতে চলা ১৮ হাজার কর্মী অ্যামাজনের বর্তমান জনবলের এক শতাংশ মাত্র। তবে এর আগে একসঙ্গে এত লোককে আর কখনোই ছাঁটাই করেনি প্রতিষ্ঠানটি। গত সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী অ্যামাজনের মোট কর্মী ছিলেন ১৫ লাখের বেশি। তাদের মধ্যে প্রায় সাড়ে তিন লাখ ছিলেন শুধু করপোরেট কর্মী।
অ্যামাজনের পাশাপাশি সফটওয়্যার কোম্পানি সেলসফোর্স ইনকও গত বুধবার তার ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়েছে।
Advertisement
সূত্র: ব্লুমবার্গ, ডয়েচে ভেলেকেএএ/