বিনোদন

কাঁটা চলচ্চিত্রের যাত্রা শুরু

চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে দিন যাপন করছে বর্তমান ঢাকাই চলচ্চিত্র। প্রতিনিয়ত চলছে পরীক্ষা-নিরীক্ষা। তারমধ্যে বেশিরভাগই হচ্ছে নতুন মুখ নিয়ে। আশা জাগিয়ে অনেকেই চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন। সেই স্রোতে নতুন একটি জুটির নাম যুক্ত করতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘কাঁটা’। ইমপ্রেশনের ব্যানারে রওশন আরা রুবির প্রযোজনা এবং হাসান ফুয়াদের পরিচালনায় এই ছবিতে অভিষেক হচ্ছে পারভেজ-সুস্মি জুটির। নায়িকা সুস্মির এটি দ্বিতীয় হলেও নায়ক হিসেবে পারভেজের এটাই আত্মপ্রকাশের চলচ্চিত্র। গেল সোমবার, ২২ ফেব্রুয়ারি রাজধানীর দিলু রোডে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেশনের নিজস্ব কার্যালয়ে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। নতুন জুটিকে স্বাগতম জানাতে সেখানে উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের সফল ও গুণী নির্মাতা শাহীন সুমন ও আরো অনেকেই।শুভ মহরত ঘোষণা করে শাহীন সুমন বলেন, ‘চলচ্চিত্রের অবস্থা এখন খুবই নাজুক। তারমধ্যে আশা জাগানিয়া বিষয় হলো এখনো নতুন মানুষজন এই শিল্পের সঙ্গে জড়িত হচ্ছেন, নতুন নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন। আমার বিশ্বাস, শিগগিরই আমরা আবার সেই সোনালী দিন ফিরে পাবো। তার জন্য সবাইকে সততার সঙ্গে জেনে বুঝে শিখে চলচ্চিত্রে জড়িত হতে হবে। মৌলিক গল্পের ছবি হলে আনতে হবে।’তিনি আরো বলেন, ‘আপনারা জানেন, বরাবরই আমি নতুনদের নিয়ে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। নতুনের আবেদন আমার কাছে সর্বদাই ইতিবাচক। তাই এই নতুনদের নিয়েও আমি আশাবাদি। আমি নতুন পরিচালকের নতুন ছবি কাঁটা ও নতুন জুটি পারভেজ-সুস্মিকে অভিনন্দিত করছি।’অনুষ্ঠানে ছবিটির গল্প সম্পর্কে পরিচালক জানান, ‘একটি মেয়ের জীবনে উদ্ভূত নানা সমস্যা ও তা থেকে উত্তরণের প্রচেষ্টাই দেখানো হবে কাঁটা ছবিতে। এখানে মেয়েটির শিক্ষা গ্রহণ করতে শহরে আসা, এখানে তার চলাফেরার নানা প্রতিবন্ধকতা, একটি ছেলের প্রেমে পড়ার পর পারিবারিক সমস্যার মুখোমুখি হওয়া এবং তা মোকাবিলা করার মধ্য দিয়ে হৃদয়ে দাগ কেটে যাবার মতো একটি সমাপ্তি দেখতে পাবেন দর্শক।’ছবিতে অভিনয় করা প্রসঙ্গে সুস্মি বলেন, ‘এটা আমার দ্বিতীয় ছবি। গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। আর আপনারা দোয়া করবেন যাতে আমরা পুরো টিম ভালো কিছু করতে পারি।’‘কাটা’ ছবিতে পারভেজ-সুস্মি ছাড়া আরো অভিনয় করবেন ওমর সানী, সাদেক বাচ্চু, রেবেকা, আব্দুল্লাহ সাকী প্রমুখ।ছবিটিতে দেশসেরা গীতিকবিদের কথা ও জনপ্রিয় সব কণ্ঠশিল্পীদের কণ্ঠে একটি আইটেম গানসহ মোট ছয়টি গান থাকবে। এরই মধ্যে প্রত্যয় খানের সুর-সংগীতে ‘কল্পনাতে’ শিরোনামের একটি গান তৈরি হয়েছে। যেখানে লাবণ্য’র সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন প্রত্যয় নিজেই।এছাড়াও ছবিটিতে গান করবেন প্রতীক হাসান, শহীদ, ইলিয়াস প্রমুখ।এলএ/পিআর

Advertisement