একুশে বইমেলা

প্রকাশ হয়েছে ফরহাদ হোসেনের ‘নীল ধ্রুবতারা’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে ফরহাদ হোসেনের উপন্যাস ‘নীল ধ্রুবতারা’। বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশ। প্রচ্ছদ করেছেন মো. সাদিতউজজামান।

Advertisement

ফরহাদ হোসেনের জন্ম ও বেড়ে ওঠা ফরিদপুর শহরে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। শিকাগোর ডিপল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিস্টেমসে স্নাতকোত্তর, আমেরিকার একটি কোম্পানিতে আইটি কনসালটেন্ট হিসেবে কর্মরত।

ফরহাদ হোসেন মূলত নিরীক্ষাধর্মী চিত্রনাট্য লেখার মাধ্যমে লেখালেখির জগতে পদচারণা শুরু করেন। তার লেখায় প্রবাসীদের জীবিকা ও জীবনের টানাপোড়েন, সুখ-দুঃখ, সমসাময়িক বিষয়গুলো প্রতিফলিত হয়। একইভাবে গল্পের অদেখা স্থান-কাল-পাত্রগুলো পাঠকবৃন্দের মনোজগতে প্রতিফলন ঘটিয়ে নতুন মাত্রা যোগ করে।

তার প্রকাশিত বইয়ের সংখ্যা ছয়টি। ছোটগল্পের সংকলন ‘ধূসর বসন্ত’, সমকালীন গল্পগ্রন্থ ‘তৃতীয় পক্ষ’ এবং উপন্যাসিকার সংকলন ‘এবং একদিন হঠাৎ’। ‘স্বপ্নজাল’ তার প্রথম উপন্যাস। ২০২২ সালে রকমারি বেস্ট সেলার ‘যোজন যোজন দূর’ তার দ্বিতীয় উপন্যাস। তৃতীয় উপন্যাস ‘নীল ধ্রুবতারা’।

Advertisement

এবারের ‘নীল ধ্রুবতারা’ উপন্যাসের মুদ্রিত মূল্য ৫০০ টাকা। বইটির প্রি-অর্ডার চলছে বইফেরী ডটকম ও রকমারি ডটকমে।

এসইউ/এএসএম