জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি। বুধবার (৪ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরূদ্ধ কাহালি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সমিতির নির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জন নির্বাচনে অংশ নিবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফিসার ক্লাবে নির্বাচনের দিনে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিনে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, যাচাই এবং একই দিনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের করা যাবে ১৬ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত এবং ওই দিনই বিকেল ৩টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনার ড. অনিরুদ্ধ কাহালি জাগো নিউজকে বলেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পারব বলে আশা করি। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করি। আশা করি এ নির্বাচনে আগামী এক বছরের জন্য শিক্ষকদের মধ্য থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসবে।
Advertisement
এবারের নির্বাচনে সহযোগী কমিশনার হিসেবে থাকবেন অধ্যাপক রঞ্জন সাহা পার্থ এবং অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম।
এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে ১৫টি পদের মধ্যে ১২টি পদে নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তৎকালীন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সমর্থক আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’।
মাহবুব সরদার/আরএইচ/জিকেএস
Advertisement