নওগাঁর মহাদেবপুরে চিনির শিরা, ক্ষতিকর রং ও হাইড্রোজ দিয়ে তৈরি করা হচ্ছিল ভেজাল গুড়। র্যাব জয়পুরহাট ক্যাম্প জানতে পেরে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানের মালিককে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে।
Advertisement
বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মথুর কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে এ জরিমানা করা হয়।
বিকেল সাড়ে ৪টায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা।
Advertisement
র্যাব জানায়, অভিযানে ২০ হাজার ৩৫০ কেজি ভেজাল গুড়, ছয় হাজার ৯৫০ কেজি চিনির শিরা, ছয় কেজি ক্ষতিকর রং এবং দুই কেজি হাইড্রোজ জব্দ করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন এবং বিপণন করার অপরাধে বুলেট গুড় কারখানার মালিক বুলেট হোসেন ও আমজাদ গুড় ঘরের মালিক প্রদীপ মন্ডলকে ৩০ হাজার করে, মালেক গুড় ঘরের মালিক মালেককে ২০ হাজার টাকা এবং জামাল গুড়ের আড়তের মালিক জামাল হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভেজাল গুড়সহ ভেজাল গুড় তৈরির উপাদান ধ্বংস করা হয়।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ উপস্থিত ছিলেন।
আব্বাস আলী/এসআর/জিকেএস
Advertisement