অর্থনীতি

শ্রীলঙ্কায় চাল রফতানির চুক্তি সই

শ্রীলঙ্কায় চাল রফতানির প্রথম পর্যায়ে ২৫ লাখ টন চাল রফতানিতে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে। বুধবার সচিবালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়।শ্রীলঙ্কার লঙ্কা সাতোশা লিমিটেডের পক্ষে নালিন ফার্নন্দো এবং বাংলাদেশের পক্ষে খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. সারোয়ার খান এ চুক্তিতে স্বাক্ষর করেন।  এ সময় খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম ও খাদ্য সচিব মুশফেকা ইকফাত্ উপস্থিত থাকবেন।চলতি বছরের জুন মাসে বাংলাদেশ থেকে চাল আমদানির আগ্রহের কথা জানিয়ে চিঠি দেয় শ্রীলঙ্কা। বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের অনাপত্তি পাওয়ার পর গত ১৮ সেপ্টেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগতভাবে শ্রীলঙ্কায় ৫০ হাজার টন চাল রফতানির অনুমোদন দেয়। তখন খাদ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভা কমিটিতে পাঠানো সার-সংক্ষেপ থেকে জানা গেছে, প্রতি টন চাল রফতানির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ৪৯৩ মার্কিন ডলার। কিন্তু গত ২৭ অক্টোবর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী জানান, প্রতি টন ৪৫০ ডলার দামে শ্রীলঙ্কার কাছে ৫০ হাজার টন চাল রফতানি করা হবে।

Advertisement