দেশজুড়ে

ঘুস নেওয়ার ঘটনায় মাদারীপুরের ২ রাজস্ব কর্মকর্তা ক্লোজড

ঘুস লেনদেনের অভিযোগে মাদারীপুরের দুই রাজস্ব কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। তাদের খুলনায় সংযুক্ত করা হয়।

Advertisement

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

খুলনা বিভাগীয় কার্যালয়ের কমিশনারের বরাত দিয়ে তিনি বলেন, মাদারীপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ের দুই রাজস্ব কর্মকর্তা (সার্কেল-২) রফিকুল ইসলাম ও (সার্কেল -১) মো. ইমরান কবীরের ঘুস লেনদেনর ১০ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ঘুস নিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে ওই দুই কর্মকর্তা দর-কষাকষি করছেন। এমন-কি চাহিদা মতো প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়ীর কাছে মাসোয়ারা (মাসিক ঘুস) টাকা চাইছেন। ভিডিওটি ভাইরাল হওয়ায় পুরো জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে প্রতিবেদন প্রচার হয় একাধিক গণমাধ্যমে।

জেলা প্রশাসক আরও বলেন, বিষয়টি নজরে এলে অভিযুক্ত দুজনকেই ক্লোজড করে খুলনা বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও বিভাগীয় মামলা হবে।

Advertisement

এসজে/এমএস