বিনোদন

ছবিতে দেখুন চঞ্চল চৌধুরীর নতুন নায়িকা মনামীকে

টালিউডের অন্যতম আবেদনময়ী স্টাইল আইকন অভিনেত্রী মনামী ঘোষ। মাত্র ১৭ বছর বয়সে ভারতের ডিডি বাংলার সিরিয়াল ‘সাতকাহন’ দিয়ে অভিনয় ভুবনে যাত্রা শুরু মনামীর। এরপর টালিউডের বড়পর্দায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

Advertisement

বর্তমানে ওটিটি দাপিয়ে অভিনয় করছেন এই অভিনেত্রী। ২৫টিরও বেশি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন মনামী। দু’দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি।

দুই বাংলায় বেশি আলোচনায় আসেন রিয়েলিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’-এর বিচারকের দায়িত্বের মাধ্যমে।

ছবি: সংগৃহীত

Advertisement

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমা ‘পদাতিক’ ঢাকার অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন চলচ্চিত্রের অভিনেত্রী মনামী ঘোষ।’ 

ছবি: সংগৃহীত

তার অভিনীত ‘সোনার হরিণ’, ‘একদিন প্রতিদিন’, ‘এক আকাশের নিচে’, ‘বিন্নি ধানের খই’ থেকে ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’র মতো ধারাবাহিকে কাজ করে আলোচিত হয়েছেন মনামী ঘোষ।

ছবি: সংগৃহীত

Advertisement

সিরিয়ালের বাইরে ‘এক মুঠো ছবি’, ‘মাটি’, ‘বেলাশেষে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশুরু’, ‘বক্স নম্বর ১৩১৩’, ‘কালো চিতা’র মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন তিনি।

ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি গানও করেন মনামী; গত বছর ‘ভিটামিন এম’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি।

এমআই/এমএমএফ/জিকেএস