খেলাধুলা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে রুবেলকে শো’কজ

বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে নিয়ম ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। একই সঙ্গে তাকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেয়া হয়েছে। বিসিবির বোর্ড মিটিংয়েই তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।ইনজুরিতে পড়ার পর জাতীয় দলের গতি তারকা রুবেলকে রিহ্যবিলিটেশনের (পূনর্বাসন) জন্য কিছু নিয়ম-নীতি ঠিক করে দেয় বিসিবির চিকিৎসকরা। সেই নিয়ম-নীতি সঠিকভাবে পালন করলে রুবেলের ইনজুরি সময়মতই সেরে ওঠার কথা ছিল। কিন্তু তিনি সেই নিয়ম-নীতি সঠিকভাবে মানেননি। ফলে আবারও ইনজুরিতে পড়েছেন। সুতারং, শৃঙ্খলা ভেঙ্গের অপরাধেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় এবং এ কারণেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হলো তাকে।বিসিবির কার্যনির্বাহী কমিটির মিটিং শেষে সাংবাদিকদের সামনে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নিজেই জানিয়েছেন এসব তথ্য। বিসিবির কেন্দ্রীয় চুক্তির বিষয়ে তিনি বলেন, ‌`১৪ জন কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়ের তালিকা আমরা চূড়ান্ত করেছি। ওদের বেতন ২৫ ভাগ বৃদ্ধি করা হয়েছে।`চুক্তিতে কারা কারা রয়েছে, এ বিষয়ে জানতে চাইলে পাপন বলেন, ‌`আগের সবাই আছে। শুধু রুবেল ছাড়া। ইনজুরি থেকে ফেরার জন্য তাকে যে নির্দেশনা দেয়া হয়েছিলো, সেটা রুবেল অনুসরণ করেনি। এ জন্যই তাকে আপাতত রাখা হয়নি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। তার জায়গায় এখনো কাউকে নেয়া হয়নি। কারণ দর্শানোর নোটিশে সে যদি সন্তোষজনক উত্তর দিতে পারে, তবে সে চুক্তিতে ঢুকবে। না হলে সে বাদ যাবে।`আইএইচএস/আরআইপি

Advertisement