নতুন বছরে বাংলাদেশের ক্রিকেট প্রস্তুতি নিচ্ছে জমজমাট এক বিপিএল আয়োজনের। বিপিএলের নবম আসর শুরু হতে আর বাকি মাত্র কয়েকটি দিন। ৬ জানুয়ারি পর্দা উঠবে ঘরোয়া ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির। তার আগেই আসলো বড় ঘোষণা। প্রাইজমানি বাড়ানো হচ্ছে এবারের টুর্নামেন্টে।
Advertisement
গত আসরের চেয়ে এবার চ্যাম্পিয়ন এবং রানারআপ দল পাবে দ্বিগুণ অর্থ। এছাড়া সেরা খেলোয়াড়ের অর্থ পুরস্কারও বাড়ছে ৫ গুণেরও বেশি। শনিবার মিরপুরে বিসিবি কার্যালয়ে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে এসব তথ্য জানান বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
সব মিলিয়ে এবারের বিপিএলে প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি টাকা। এর মধ্যে শিরোপাজয়ী দলই পাবে ২ কোটি টাকা। রানারআপ পাবে ১ কোটি টাকা। টুর্নামেন্টের গত আসরে চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকা। রানার্সআপ ফরচুন বরিশালকে দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকা। এবার দুটি পুরস্কারের অর্থই দ্বিগুণ করা হলো।
মল্লিক বলেন, ‘এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ পাবে ১ কোটি। এভাবে করে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে।’
Advertisement
শুধু চ্যাম্পিয়ন আর রানার্সআপ নয়, ব্যক্তিগত সেরার পুরস্কারেও অর্থও বাড়াচ্ছে বিপিএল আয়োজক কমিটি। গত আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়ে ২ হাজার ডলার পেয়েছিলেন সাকিব আল হাসান। এবার সেটাও কয়েকগুন বেড়ে যাচ্ছে।
ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘ম্যান অব দ্য সিরিজকে (টুর্নামেন্ট সেরা খেলোয়াড়) ১০ লাখ টাকা দেওয়ার চিন্তা আছে। এছাড়া সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকে ভালো একটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এরকম করে আমরা প্রাইজমানি বাড়াচ্ছি।”
আইএইচএস/
Advertisement