এবার ঈদে ঘরমুখো নৌ-যাত্রীদের নিরাপত্তার স্বার্থে হেলিকপ্টারে নজরদারী থাকবে। বুধবার বিআইডব্লিউটি-এর এক সভায় এ সিধান্ত হয়। সভায় সভাপত্বিত করেন সংগঠনের চেয়ারম্যান ড. মো: শামসুদ্দোহা খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন আভ্যন্তরিণ নৌ-চলাচল (যাপ) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমত বীর বিক্রম, লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ, নারয়ণগঞ্জ জেলা প্রশাসক, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা, সদরঘাট শ্রমিক নেতৃবৃন্দ, লঞ্চ শ্রমিক নেতৃবৃন্দ প্রমূখ। এবার ঈদ উপলক্ষে যাত্রীবাহী লঞ্চে তৃতীয় শ্রেণিতে শতকরা ১০ ভাগ ভাড়া কম নেয়া হবে বলে জানানো হয় সভায়। এছাড়া লঞ্চের ছাদে কোন যাত্রী বহন করা যাবে না। ছাদে যাত্রী পাওয়া গেলে সেই লঞ্চের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কালো বাজারে যাতে লঞ্চের টিকিট বিক্রি না হয়, সে দিকে লঞ্চ মালিকদের দৃষ্টি রাখতে বলা হয়েছে। যে কোন দুর্ঘটনার জন্য হেলিকপ্টারসহ ৪টি উদ্ধারকারী জাহাজ প্রস্তুত থাকবে বলে সভায় জানানো হয়। সভায় মাওয়া ফেরী ঘাটে স্পীড বোট মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে, যাতে যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হয়। চলাচলকারী লঞ্চে কোন ক্রমেই মধ্য নদীতে নৌকা নিয়ে লঞ্চে ওঠা যাবেনা। যাত্রীরা পন্টুন দিয়ে লঞ্চে উঠবে। এ ব্যাপারে সভায় জনগনের সহযোগিতা চাওয়া হয়েছে।
Advertisement