আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
২০২৩ সালকে বরণ করতে প্রস্তুত বিশ্বের ৮০০ কোটি মানুষ
করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, পণ্যের দাম বৃদ্ধি আর ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বিশ্বকাপ অর্জন এসবের মাঝেই শনিবার (৩১ ডিসেম্বর) শেষ হচ্ছে ইংরেজি নববর্ষ, ২০২২ সাল। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর, ২০২৩ সালকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্বের আটশ কোটি মানুষ।
সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন
Advertisement
ভ্যাটিকান সিটির সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। ৯৫ বছর বয়সী এ ধর্মযাজক অসুস্থ ছিলেন কিছুদিন ধরে। সম্প্রতি তার অসুস্থতার খবর জানিয়ে প্রার্থনার আহ্বান জানান বর্তমান পোপ ফ্রান্সিস। জানা গেছে, শনিবার (৩১ ডিসেম্বর) মাতের ইকলেসিয়ে মনেস্ট্রিতে মারা যান তিনি। ২০১৩ সালে পদত্যাগের পর থেকে সেখানেই ছিলেন ষোড়শ বেনেডিক্ট। পোপ অ্যামিরেটাস ষোড়শ বেনেডিক্ট ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
চীনকে নিয়মিত কোভিড সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য দেওয়ার আহ্বান
চীনকে নিয়মিত করোনা সংক্রান্ত তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংক্রমণে ব্যাপক ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় প্রতিদিন রিয়েল-টাইম তথ্য শেয়ার করার এ আহ্বান জানায় সংস্থাটি। সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে ডিসেম্বরের ৭ তারিখে করোনা সংক্রান্ত কঠোর বিধি-নিষেধ তুলে নেয় চীন সরকার। এরপর থেকেই দেশটিতে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার দেখা দেয়।
থার্টিফার্স্ট নাইটে দিল্লির রাস্তায় থাকবেন ১৮ হাজার পুলিশ সদস্য
Advertisement
থার্টিফার্স্ট নাইটে মাতাল ও বেপরোয়া গাড়িচালকদের আটকাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার দীপেন্দ্র পাঠক এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৩১ ডিসেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দীপেন্দ্র পাঠক বলেন, ইংরেজি নববর্ষের সড়ক দুর্ঘটনা রোধ ও নারীদের নিরাপত্তা নিশ্চিত— এ দুটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দিল্লি পুলিশ।
উ. কোরিয়া-চীনে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাবে জাপান
দূর পাল্লার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র বানানোর প্রস্তুতি নিচ্ছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিন হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়া ও চীনে আঘাত হানতে পারবে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূতের বরাতে কায়দো এক প্রতিবেদনে জানায়, ২০৩০ সালে প্রথম ধাপে ২ হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানানো হবে ও ২০৩৫ সালের মধ্যে ৩ হাজার কিলোমিটার দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জনসম্মুখে আনা হবে।
শেনজেনভুক্ত হচ্ছে ক্রোয়েশিয়া, চালু করলো ইউরো মুদ্রা
নতুন বছরকে স্মরণীয় করে রাখতে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রায় এক দশক পর ইউরো মুদ্রা চালু করছে ক্রোয়েশিয়া। পাশাপাশি নতুন বছরে বলকান এ রাষ্ট্র ইউরোপের পাসপোর্টমুক্ত শেনজেন অঞ্চলভুক্ত হতে যাচ্ছে। ২০২৩ সালের ১ জানুয়ারি মধ্যরাতে ক্রোয়েশিয়া নিজস্ব মুদ্রা কুনাকে বিদায় জানাবে। এর মধ্য দিয়ে ইউরোজোনের একক মুদ্রা ‘ইউরো’ ব্যবহারকারী ২০তম দেশ হবে এটি।
চালকের হার্ট অ্যাটাকে বাস-গাড়ি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯
বছরের শেষদিনে ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা। ভারতের গুজরাটে বাস ও এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) গাড়ির সংঘর্ষে নয়জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। শনিবার (৩১ ডিসেম্বর) ভোররাতে নভসারি জেলায় ঘটেছে এ দুর্ঘটনা। জানা যায়, নভসারি ৪৮ নম্বর জাতীয় মহাসড়কে পৌঁছালে হঠাৎ হার্ট অ্যাটাক করেন বাসচালক। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টো দিক থেকে আসা একটি এসইউভি গাড়িকে ধাক্কা দেয়।
২০ হাজার কোটি ডলার খোয়ানো প্রথম ব্যক্তি ইলন মাস্ক
সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের কারণে এর মালিক ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদেও ধস নেমেছে। নিজের সেরা সময়ে ২০২১ সালের ৪ নভেম্বর মাস্কের সম্পদ ছিল ৩৪ হাজার কোটি ডলার। কিন্তু সেটি কমতে কমতে এখন মাত্র ১৩ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ফলে শীর্ষ ধনীর আসনও হারাতে হয়েছে টেসলা সিইও’কে।
ক্ষমতা ছাড়ার আগেই যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট নির্বাচিত লুইজ ইনাসিও লুলা ডা সিলভা শপথ নেওয়ার ৪৮ ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিলেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জেইর বলসোনারো। শুক্রবার (৩০ ডিসেম্বর) মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন তিনি। যাওয়ার আগে বিদায়ী ভাষণে বলেছেন, ‘তিনি লড়াইয়ে হেরেছেন, যুদ্ধে নয়’।
চলন্ত মোটরসাইকেলে আলিঙ্গন, তরুণ-তরুণী গ্রেফতার
চলন্ত মোটরসাইকেলে বিপজ্জনকভাবে বসে আলিঙ্গন করায় গ্রেফতার হয়েছেন দুই তরুণ-তরুণী। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের বিশাখাপত্তনমে। ব্যস্ত রাস্তায় ওই কাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর যুগলকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
এসএএইচ/জিকেএস