দেশজুড়ে

দর্শনা মাতালেন সাবিনা ইয়াসমিন

জমকালো আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গার দর্শনা ঐতিহ্যবাহী কেরু উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জুবিলি উৎসব উদযাপন হয়েছে।

Advertisement

এ প্লাটিনাম জুবিলি উৎসব আরও আনন্দঘন করে তোলেন বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, কনকচাঁপা ও ঐশী। এছাড়া শিরোনামহীন ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ৮টায় কেরু উচ্চ বিদ্যালয় মাঠে এ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ কনসার্ট চলে গভীর রাত পর্যন্ত।

এছাড়া দর্শনার কৃতিসন্তান জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী শফিক তুহিন, জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে গান পরিবশেন করেন। পরে সাবিনা ইয়াসমিন ও কনকচাঁপাকে আয়োজক কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Advertisement

এসময় সাবিনা ইয়াসমিন ও কনকচাঁপা বলেন, আজ দর্শনা এসে সত্যিই আমাদের খুব ভালো লাগছে। চুয়াডাঙ্গা জেলা তথা দর্শনাবাসী খুব অতিথি পরায়ণ। আর ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করা হয়েছে এতেই আমরা খুশি। এছাড়া হাজার হাজার দর্শকের সামনে সঙ্গীত পরিবেশন করতে পেরে আরও ভালো লাগছে। কারণ উপস্থিত অতিথি দর্শক সবাই এই বিদ্যালয়ের ছাত্র। সময় ও সুযোগ পেলে আমরা আবার দর্শনা আসবো।

এর আগে সকাল থেকে নানা কর্মসূচির মাধ্যমে ৭৫ বছর পূর্তি উদযাপন করেন এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট ও ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন, কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত এডিএম, প্লাটিনাম জয়ন্তী বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ শাহাব উদ্দিন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, সহকারী পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর, দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্লাটিনাম জয়ন্তী বাস্তবায়ন কমিটির আব্দুর রহীম।

জেএস/এমএস

Advertisement