তথ্যপ্রযুক্তি

২০২২ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে যে ১৫ অ্যাপ

স্মার্টফোনের আগমনের সঙ্গে সঙ্গে প্রতি বছর অ্যাপের ব্যবহার বাড়ছে। সারাবছর বিভিন্ন সময় নানান কাজে অনেক ধরনের অ্যাপ ডাউনলোড করে থাকেন। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের নিঃশ্বাস নেওয়ার সময় নেই এক দণ্ড। সারাক্ষণ বিশ্বের কোথাও না কোথাও ডাউনলোড করা হচ্ছে কোনো না কোনো অ্যাপ। তবে বছরের সবচেয়ে বেশি যেসব অ্যাপ ডাউনলোড করা হয়েছে সেই তালিকা প্রকাশ করলো প্রযুক্তি বিষয়ক সাইট সফটওয়্যার টেস্টিং হেল্প।

Advertisement

সেই তালিকায় আছে সামাজিক প্ল্যাটফর্ম, ই-কমার্স এবং মোবাইল গেম। যেগুলো গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোড করা হয়েছে অসংখ্যবার। এর মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো। এই তালিকায় আছে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে শুরু করে সাবওয়ে সার্ফার-এর মতো গেমিং অ্যাপগুলোও। তবে গতবারের মতো এবারও শীর্ষে আছে শর্ট ভিডিও তৈরির অ্যাপ টিকটক।

চলুন জেনে নেওয়া যাক এ বছর সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে এমন ১৫ অ্যাপের তালিকা।১. টিকটক২. ইনস্টাগ্রাম৩. ফেসবুক৪. হোয়াটসঅ্যাপ৫. টেলিগ্রাম৬. জুম৭. স্ন্যাপচ্যাট৮. ফেসবুক মেসেঞ্জার৯. ক্যাপকাট১০. স্পোটিফাই১১. ইউটিউব১২. এইচবিও ম্যাক্স১৩. ক্যাশ অ্যাপ১৪. সাবওয়ে সার্ফার১৫. রোবলক্স

সূত্র: সফটওয়্যার টেস্টিং হেল্প

Advertisement

কেএসকে/এমএস