দেশজুড়ে

গাইবান্ধায় বর-যাত্রীবাহী নৌকাডুবি, শিশু নিখোঁজ

গাইবান্ধার ফুলছড়িতে বরযাত্রীবাহী নৌকাডুবির ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে কাজ করছে রংপুরের ডুবুরি দল।

Advertisement

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী।

এরআগে বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্ত চৌভাগিয়া (গাবগাছি) এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর নাম মোহনী আক্তার। সে গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার হাবলু মিয়ার ছেলে মানিক মিয়া ফুলছড়ির আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারকে বিয়ে করতে যান। বিয়ে শেষে বর-যাত্রীসহ ৪০ জন একটি নৌকায় করে সাঘাটা উপজেলার সুইট চেয়ারম্যানের বাড়ির ঘাটে ফিরছিলেন। এসময় নদীতে ঘন কুয়াশা ছিল।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলছড়ি-সাঘাটা উপজেলার সীমান্ত এলাকা চৌভাগিয়া (গাবগাছি) এলাকায় নৌকাটিকে অপর একটি নৌকা ধাক্কা দিলে ডুবে যায়। এসময় নৌকায় থাকা যাত্রীরা তীরে উঠতে পারলেও শিশু মোহনী তলিয়ে যায়। এ ঘটনায় কনেসহ চারজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফুলছড়ি থানার ওসি কাওছার আলী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ শিশুটি উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।

এসআর/জেআইএম

Advertisement