ধর্ম

বিবেকবানদের হিদায়াত লাভের উপাদান

আল্লাহ তাআলা সুরা বাক্বারার ৬০ নং আয়াতে বলেন, ‘এবং (সে সময়কে স্মরণ কর) যখন (হজরত) মুসা (আলাইহিস সালাম) তাঁর জাতির জন্য পানির আবেদন পেশ করলেন, তখন আমি বলেছিলাম, তুমি স্বীয় লাঠি দ্বারা পাথরকে আঘাত কর। তখনই পানি প্রবাহিত হলো বারটি প্রসবণ, প্রতিটি সম্প্রদায় চিনে নিল তাদের নিজ নিজ পান করার স্থান। (তখন আমি উপদেশ দিলাম) তোমরা আল্লাহর দান থেকে আহার কর এবং পান কর, আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না।’ এ আয়াতে বিবেকবানদের জন্য রয়েছে শিক্ষামূলক ঘটনা। যা আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম্বর মুসার জন্য মুযিযা এবং বিশ্বনবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ। এখানে তা তুলে ধরা হলো-১. একটি ছোট পাথর থেকে ১২টি নহর দিয়ে পানি প্রবাহিত হওয়া।২. এমন একটি ক্ষুদ্র পাথর থেকে ৬ লক্ষ বনি ইসরাইলের পানির প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় পানি প্রবাহিত হওয়া।৩. বনি ইসরাইলের ১২টি গোত্রের জন্য আলাদা আলাদা নহর প্রবাহিত হওয়া। প্রত্যেক গোত্রের সদস্য সংখ্যা এক সমান না হওয়া আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আলাদা নহর প্রবাহিত করেন এবং প্রত্যেকেই তাদের জন্য নির্ধারিত স্থান চিনে নেয়া।৪. পানির প্রয়োজন পূরণ হওয়ার পর আবার দ্বিতীয় আঘাতের দ্বারা পাথর থেকে পানির প্রবাহ বন্ধ হওয়া।এ সকল বিষয়গুলো আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। যে নিদর্শনগুলো বিবেকবানদের হিদায়াত লাভের অন্যতম উপাদান।শুধু বনি ইসরাইলদের জন্যই কুদরতের নিদর্শন নয় বরং উম্মাতে মুহাম্মাদির জন্যও শিক্ষণীয় ঘটনা। যে কারণে আল্লাহ তাআলা মুসলিম জাতির জন্য কুরআনে তা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা উক্ত বিষয়গুলোর চিন্তা-ফিকিরের দ্বারা মুসলিম উম্মাহকে সঠিক পথে চলার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর

Advertisement