অ্যাম্বুলেন্সে করে মাদকপাচারের সময় এমদাদ হোসেন (৪০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ২৫ কেজি গাঁজা ও ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
Advertisement
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বঙ্গশাসন এলাকা তাকে গ্রেফতার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্সে করে মাদকপাচারের সময় ২৫ কেজি গাঁজা ও ২১ বোতল বিদেশি মদসহ মো. এমদাদ হোসেনকে (৪০) গ্রেফতার করে র্যাব-১০। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় নয় লাখ ৬০ হাজার টাকা। এসময় মাদকপাচারে ব্যবহৃত অ্যাম্বুলেন্স ও একটি মোটরসাকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার এমদাদ হোসেন মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অ্যাম্বুলেন্সযোগে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এমদাদ হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।
Advertisement
আরএসএম/আরএডি