দেশজুড়ে

১০ মণের শাপলাপাতা মাছ ৮০ হাজারে বিক্রি

 

ফেনীর সোনাগাজীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০০ (১০ মণ) কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ।

Advertisement

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে ফেনী নদীতে মাছটি ধরা পড়ে। পরে শংকর নামের এক ক্রেতা ৮০ হাজার টাকায় মাছটি কিনে নিয়ে যান।

সোনাগাজী উপজেলার চর খোন্দকার জেলেপাড়ার জেলে হিরেন্দ্র জল দাস জানান, মঙ্গলবার সকালে তিনিসহ আরও দুজন গভীর সমুদ্রে মাছ ধরতে যান। দুপুরের দিকে তাদের জালে বিশাল আকারের শাপলাপাতা মাছটি আটকা পড়ে। তাৎক্ষণিকভাবে অনেক কষ্টে মাছটি ট্রলারে তুলে কিনারে ভেড়ান। পরে ওজন করে দেখা যায় এর ওজন প্রায় ৪০০ কেজি।

বিকেলে মাছটি স্থানীয় আড়তে নিয়ে এলে শংকর নামের এক ক্রেতা প্রতি মণ ৮ হাজার টাকা দরে ৮০ হাজার টাকায় কিনে নেন।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস