রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ফলাফল ঘোষণা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন ফলাফল ঘোষণা করছেন। এতে প্রাপ্ত ১০০টি কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ৫৯ হাজার ২৫৫ ভোট পেয়ে এগিয়ে আছেন।
Advertisement
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল ২১ হাজার ১৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন ১৪ হাজার ৪৮১ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ৯ হাজার ৮২৫ ভোট।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন।
তৃতীয় দফায় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ২২৯টি কেন্দ্রের ১৩৪৯টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Advertisement
জিতু কবীর/এসজে/এমএস