কুমিল্লায় বোরো ধান আবাদ শুরু হয়েছে। জমিতে সেচ, হালচাষ, সার প্রয়োগ, চারা উত্তোলন ও প্রস্তুত জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বছর জেলায় এক লাখ ৬০ হাজার ৮০০ হেক্টর বোরো ধানচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ।
Advertisement
গতবছর এ লক্ষ্যমাত্রা ধরা হয় এক লাখ ৬০ হাজার ৫১০ হেক্টর। আবহাওয়া কৃষকদের অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক লাখ ৬১ হাজার ২৯১ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। বর্তমান বাজারে ধানের দাম ভালো পাওয়ায় বোরো আবাদে দিন দিন কৃষকদের আগ্রহ বেড়েছে। তাদের ধারণা, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বোরো আবাদ।
আবদুর রশিদ নামের এক কৃষক জাগো নিউজকে বলেন, ‘বোরো ধানচাষে আমনের তুলনায় খরচ বেশি। বর্তমান বাজারে ধানের দাম ভালো। এজন্য ধানচাষে অনেকের আগ্রহ বাড়ছে। গতবছর ১০০ শতক জমিতে বোরো চাষ করেছি। ফলও ভালো হয়েছে। এ বছর নতুন জাতের বি আর ৫৮ ধান ২০০ শতক জায়গায় রোপণ করেছি। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। আশা করছি ভালো ফলন পাবো।’
কৃষক নয়ন মিয়া বলেন, বোরো ধান রোপণে জমিতে পানি সেচ, হালচাষ, সার প্রয়োগ, চারা তোলার কাজে আমরা ব্যস্ত সময় পার করছি। এ বিষয়ে কৃষি বিভাগ আমাদের সহায়তা করছে।
Advertisement
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, জেলার বিভিন্ন উপজেলায় এরই মধ্যে বোরো ধানের চারা উত্তোলন ও রোপণ শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় এখনো বীজতলা তৈরি হচ্ছে।
তিনি বলেন, এ বছর জেলায় এক লাখ ৬০ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া কৃষকদের অনুকূলে রয়েছে। আশা করছি এ বছরও বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস
Advertisement