চীন ও ভারতসহ যেসব দেশের সন্দেহভাজন যাত্রী বাংলাদেশে আসবেন, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারান্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।
Advertisement
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে করোনার নতুন উপধরন বিএফ.৭। এমতাবস্থায় বিদেশ থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের স্ক্রিনিং জোরদার করা হয়েছে। যেসব দেশ থেকে সন্দেহজনক যাত্রী পাওয়া যাবে, তাদের নিজ খরচে সেলফ (নিজস্ব ব্যবস্থাপনায়) কোয়ারান্টাইনে থাকতে হবে। এর জন্য শিগগির হোটেল নির্ধারণ করে দেওয়া হবে।’
আরও পড়ুন >> বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা
Advertisement
চিকিৎসাব্যবস্থার প্রস্তুতি আছে জানিয়ে স্বাস্থ্যসচিব বলেন, ‘করোনার জন্য নির্ধারিত হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে মহাখালীর কোভিড হাসপাতালে চীনের চার নাগরিককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।’
সোমবার (২৬ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হয়ে বাংলাদেশে আসা চার চীনা নাগরিকের অ্যান্টিজেন টেস্ট পজিটিভ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে তাদের ডিএনসিসি কোভিড হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।
আরও পড়ুন >> দেশে এখনো করোনার নতুন উপধরন মেলেনি: আইইডিসিআর
তবে বাংলাদেশে এখনো করোনাভাইরাসের নতুন উপধরন (বিএফ.৭) পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরিন সাংবাদিকদের এ তথ্য জানান।
Advertisement
এএএম/বিএ/জেআইএম