ভারতের রাজধানী দিল্লিতে তাপমাত্রা উঠানামা করছে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মঙ্গলবার এই মৌসুমের শীতলতম দিন, বলছে দেশটির আবহাওয়া অফিস। সকালে তাপমাত্রা কমে দাঁড়ায় ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কনকনে ঠান্ডা পাঞ্জাব, হরিয়ানাসহ আরও বেশ কয়েকটি রাজ্যে।
Advertisement
এদিকে, কলকাতায় কমেছে শীতের প্রকোপ। তবে হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা উত্তর ভারতের। ঘন কুয়াশায় মুড়েছে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরাখণ্ড। বইছে কনকনে ঠান্ডা বাতাস।
প্রবল ঠান্ডা আর শৈত্য প্রবাহের জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে জারি হয়েছে কমলা সতর্কতা। আগামী কয়েক দিন এই সতর্কতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী তিন দিন তীব্র শৈত্যপ্রবাহ চলবে দিল্লি, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানায়। ২ দিন এ পরিস্থিতি জারি থাকবে হিমাচল প্রদেশেও। ঘন কুয়াশা আর মেঘলা আকাশ দেখা যাবে আরও কয়েক দিন। কনকনে ঠান্ডার জন্য বিহার, উত্তরপ্রদেশে শীতকালীন ছুটি শুরু হয়েছে।
Advertisement
মঙ্গলবার দিল্লি বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, বিমানের ওঠানামার সময় পরিবর্তিত হলেও হতে পারে। সেকারণে সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যাত্রীদের যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
সূত্র: আনন্দবাজার, এনডিটিভি
এসএনআর/এএসএম
Advertisement