দেশজুড়ে

ঈশ্বরদীতে ঘন কুয়াশা, দৃষ্টি আটকে যাচ্ছে কয়েক হাত দূরেই

হঠাৎ তাপমাত্রা হ্রাস পাওয়ায় পাবনার ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত। অন্য দিনের তুলনায় ঈশ্বরদীতে আজ বেশি কুয়াশা দেখা গেছে। ঘন কুয়াশার চাদরে দৃষ্টি আটকে যাচ্ছে কয়েক হাত দূরেই। এতে উপজেলার সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দিনের বেলাতেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে।

Advertisement

সোমবার মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো ঈশ্বরদী। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় কয়েক হাত দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না। সকালে ট্রেন, বাস, ট্রাকসহ সব যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

এদিকে, ঘন কুয়াশা ও তীব্র শীতে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষরা বেশি দুর্ভোগে পড়েছেন। সড়কে মানুষের চলাচল কম হওয়ায় রিকশা ও অটোরিকশার যাত্রী তেমন নেই। চালকরা প্রচণ্ড শীত উপেক্ষা করে যাত্রীর আশায় সড়কে দাঁড়িয়ে আছেন।

সকাল ৮টা ১৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশায় চারদিক ঘিরে আছে। যাত্রীবাহী ও মালবাহী ট্রেন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

Advertisement

ট্রেনের যাত্রী আহমেদ হোসেন বলেন, রাজশাহী থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী এসেই দেখছি চারদিক কুয়াশায় ঢাকা। কিছু দেখা যাচ্ছে না। শীতের তীব্রতাও কিছুটা বেশি অনুভব হচ্ছে।

স্টেশনের ভ্রাম্যমাণ হকার দুলাল হোসেন বলেন, ভোরবেলা থেকেই প্রচণ্ড কুয়াশা। বেশ কয়েকটি ট্রেন এরইমধ্যে স্টেশনে এসেছে এবং ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

সিএনজিচালিত অটোরিকশাচালক মিঠুন বলেন, ভোরে সিএনজি নিয়ে স্টেশনে এসেছি। চারদিক ঘন কুয়াশায় ঢাকা। ১০ হাত দূর থেকেও কিছু দেখা যাচ্ছে না। অন্যদিনের তুলনায় সড়কে মানুষের যাতায়াত কম।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল ইসলাম রঞ্জন জাগো নিউজকে বলেন, ঈশ্বরদীতে আজ (মঙ্গলবার) তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিনের তুলনায় আজ কুয়াশার পরিমাণ বেশি। দেরিতে হলেও সূর্যের দেখা পাওয়া যাবে।

Advertisement

শেখ মহসীন/এমআরআর/এএসএম