প্রবাস

কাতার বিশ্বকাপের মিডিয়া সম্মাননা পেলেন ৭ প্রবাসী সাংবাদিক

কাতার বিশ্বকাপে মাসব্যাপী সংবাদ পরিবেশন করায় ‘হোস্ট কান্ট্রি মিডিয়া’ সম্মাননা পেলেন সাতজন কাতার প্রবাসী সাংবাদিক।

Advertisement

স্থানীয় সময় শনিবার রাতে কাতারের রাজধানী দোহা ওল্ড সালাতায় অভিজাত হোটেল রাওয়ান্দায় বিডি২৯ মাল্টিমিডিয়া কাতার প্রবাসী সাংবাদিকদের এ সম্মাননা দেন।

বিডি২৯ মাল্টিমিডিয়ার কর্ণধার জসিম উদ্দিন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এ সম্মাননা ক্রেস্ট নেন সাংবাদিকরা।

সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন, বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, চ্যানেল২৪ টিভি কাতার প্রতিনিধি কাজী মোহাম্মদ শামীম, এখন টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মানুন, নিউজ২৪ টিভির কাতার প্রতিনিধি মামুনুর রশিদ, আর টিভির কাতার প্রতিনিধি ই এম আকাশ ও একাত্তর টিভির কাতার প্রতিনিধি গোলাম মাওলা হাজারী।

Advertisement

সম্মানতা পাওয়া সাংবাদিকদের উদ্দেশে ড. মোস্তাফিজুর বলেন, এ অর্জন শুধু আপনাদের নয়, পুরো বাংলাদেশের। প্রবাসীদের সুখ-দুঃখ তুলে ধরার পাশাপাশি ফিফার মতো বড় একটি আন্তর্জাতিক ইভেন্টে সাংবাদিক হিসেবে কাজ করা সত্যিই ভাগ্যের ব্যাপার। আপনাদের সার্বিক সাফল্য কামনা করছি।

সাংবাদিক আনোয়ার হোসেন মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, শফিকুল ইসলাম তালুকদার বাবু, নুরুল কবির চৌধুরী, শাহ আলম, নুরুল আফছার বাবুল, নাজমুল হোসেন, এসপি সালাউদ্দিন, আব্দুল রাজ্জাক, শাহ আলম খান, আব্দুল জলিল, মাহবুবুর রহমান চৌধুরী, হাজী বাশার সরকার, খায়রুল আলম সাগর, এস কে সফিক, বাবুল আহমেদ, মহিউদ্দিন আজাদ, টিপন বড়ুয়া, শেখ আকতার হোসেন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলা ভিশন টিভির কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, জি টিভির কাতার প্রতিনিধি এম এ সালাম, এসএ টিভির কাতার প্রতিনিধি আহসান উল্লাহ সজীব, দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল ও একাত্তর বাংলা টিভির অনলাইন কাতার প্রতিনিধি সাদ্দাম হোসেন।

এমকেআর/এএসএম

Advertisement