দেশজুড়ে

আখাউড়া স্থলবন্দরে হেলথ স্ক্রিনিং জোরদার

ওমিক্রনের উপধরণ বিএফ.৭ সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ভারত থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানার ও ইনফারেড থার্মোমিটার দিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

Advertisement

এ সময় সন্দেহভাজন যাত্রীর র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত ছয়জন ভারতীয় নাগরিকের র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়। তবে তাদের পরীক্ষার ফলাফলে নেগেটিভ এসেছে।

হেলথ স্ক্রিনিং বুথের কর্তব্যরত চিকিৎসক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. জহির উদ্দিন জাগো নিউজকে বলেন, ভারত থেকে আগত সব যাত্রীর স্বাস্থ্যগত তথ্যগুলো নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করা হচ্ছে। সন্দেহজনক যাত্রীদের চেকপোস্টেই র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হচ্ছে। যদি কেউ পজিটিভ হন, তাহলে কোয়ারেন্টাইনে রাখা হবে। তবে এখনো কাউকে আক্রান্ত পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মুহাম্মদ একরাম উল্লাহ জাগো নিউজকে বলেন, রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা আসে, স্থলবন্দরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম আরও জোরদার করার। এর পরিপ্রেক্ষিতে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জেআইএম