সাহিত্য

সৌমেন্দ্র গোস্বামীর দুটি কবিতা

শ্রদ্ধার্ঘ্য

Advertisement

এই কবিতাটি কার জন্য?কাকে লিখে পাঠাব কথার শিলালিপিস্নেহের করতল কে গড়বে,প্রান্তরে প্রান্তরে সবুজ শরৎ বনের মতোকাকে লিখব শীতের চিঠি?উত্তর হাওয়ায় ভেসে যাওয়া তুলোর ফুলেকোন গম্ভীর সুর এঁকে দিলেফিরে আসবে কথার ঐকতান যে বলবে, যে জাগিয়ে দেবে জীবনের গানএই কবিতাটি তাঁর জন্য,স্নেহের করতলে সে ছাড়া কে ঠাঁই দিতে পারে!এই কবিতাটি তাঁর জন্য, জীবনের রথে যে আলো দিতে পারেএই কবিতাটি উত্তম রায়ের জন্য,এই কবিতাটি দাদার প্রতি ভাইয়ের শ্রদ্ধার্ঘ্য।

****

অশ্রুময় অন্ধকার

Advertisement

তোমার শেষ হলে অন্য কেউ শুরু করবেআকাশেরও সীমাবদ্ধতা আছেতোমাকেও থামতে হবে, দাঁড়াতে হবেশীত বৃষ্টির আক্ষেপে পর্যুদস্ত মনকে নিয়ে পাটিসাপটার আয়োজনে এগিয়ে দিতে হবে দু’মুঠো চালকৃষাণির কানের দুল বন্ধক থেকে গেলেবৃথা সে পৌষ পার্বণবৃথা সেই আয়োজন, যেখানে লাবণ্যময় সৌরভ নেইতুমি কেবল তুমিময়; সোনার হরিণ মনেখ্যাতির মোহে সুযোগ ধরে উপরে উঠে যাওচারপাশে নিঃস্তব্ধ শূন্যতা নিয়ে মিথ্যে করতালির ছন্দেনিজেকে মহিমান্বিত ভাবো; তবে এখনই সময়- থামার, থামবার, নিজেকে নিয়ন্ত্রণের মনে রেখ, আকাশেরও সীমাবদ্ধতা আছেঅশ্রুময় অন্ধকারে মেঘের দিনেসে পৃথিবীর কাছে কৃতজ্ঞতার ঋণ শোধ করে।

এসইউ/এমএস